একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে রোকেয়া বেগম (৪০) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে দোহার থানা পুলিশ। উপজেলার জয়পাড়ার লটাখোলা এলাকা থেকে তাকে ২১ পিচ ইয়াবাসহ আটক করে। রোকেয় বেগম বগুড়া সদর উপজেলার বেলনগর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী এবং লটাখোলার সাহেব আলীর বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলার জয়পাড়ার লটাখোলা সেঁতু ঢালে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী রোকেয়ে বেগমকে আটক করে। তার সাথে থাকা ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার সত্যতা জানিয়ে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোহার থানায় একটি মামলা রুজু করে রোকেয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment