একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে তিন সদস্যে একটি টিম পরিদর্শন করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে তথ্যটি নিশ্চিত করে বলেন, দুদকের কল সেন্টারে (১০৬) অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম খতিয়ে দেখতে দুদকের একটি টিম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানটির ১৯৮৫ সাল থেকে আজ পর্যন্ত তিন হাজার ৫৬৭টি অডিট আপত্তির মধ্যে দুই হাজার ৩৬১ আপত্তি নিষ্পত্তি হয়েছে। তবে এক হাজার ২১০টি আপত্তি এখনও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ বিষয়ে দুদক টিম অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতির উন্নতিতে পরামর্শ ও দিকনির্দেশনা দেয় দুদক।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ দুদককে জানায়, সংস্থার কেনাকাটা শতভাগ ই-টেন্ডারিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এ ছাড়া বিমান উড্ডয়নসংক্রান্ত বিভিন্ন তথ্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে নিয়মিতভাবে যাত্রীদের অবহিত করা হচ্ছে। তবে ভিআইপি যাত্রীদের জন্য ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ফ্লাইট আসা-যাওয়ার তথ্যাবলী প্রদর্শন করা হচ্ছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment