গুজবে কান না দেয়ার অনুরোধ রুবেলের-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 July 2018

গুজবে কান না দেয়ার অনুরোধ রুবেলের-একুশে মিডিয়া

একুশে মিডিয়া ডেস্ক:
গুঞ্জন উঠেছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে পেসার রুবেল হোসেনকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি দলের সতীর্থদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় জ্যামাইকা টেস্টের আগে দল থেকে বাদ পড়েছেন।
এমনও লেখা হয়েছে কোচের চাওয়া মতো পারফরম্যান্স না করায় দল ছাড়তে হচ্ছে রুবেলকে।
কিন্তু রুবেল হোসেন বলছেন ভিন্ন কথা। তার দাবি অনুযায়ী ওসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
এ নিয়ে আজ মঙ্গলবার রাতে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতামত শেয়ার করেন।
ওই পোস্টে লেখা ছিল- আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাথে ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো এ ধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।

একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages