একুশে মিডিয়া রিপোর্ট:
সাতক্ষীরার ত্রিশ মাইল এলাকায় দীর্ঘ পনের বছর পর আবুল খায়ের নামের এক ব্যক্তিকে ফিরে পেলেন তার পরিবার। রোববার (৮ জুলাই) সকালে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় ছেলে, ভাই ও নাতির সঙ্গে দেখা হওয়ার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, আনন্দে কেঁদে ফেলেন সকলেই।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, আবুল খায়ের চাদপুর জেলার মতলব থানার পাঁচকিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিছুটা মানসিক ভারসামস্যহীন। পনের বছর আগে বাজারে চা পান করার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি।
দীর্ঘদিন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশা ছেড়ে দিয়েছিলেন। তিন মাস আগে আবুল খায়ের ত্রিশমাইল এলাকায় এসে থাকতে শুরু করেন। এর মধ্যেই তিনি স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। স্থানীয় চা বিক্রেতা নুর ইসলাম আবুল খায়েরের ঠিকানা বের করে গণমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করার পর পরিবারের সদস্যরা খুঁজে পেয়েছে আবুল খায়েরকে।
আবুল খায়েরের ছেলে শাহাজাহান বলেন, বাবা একটু মানুসিক ভারসাম্যহীন। ২০০৩ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বাবার সন্ধান পাওয়ার পর তাকে নিতে এসেছেন ছেলে শাহাজাহান, ভাই শাহ আলম ও নাতি ফারুক হোসেন। একুশে মিডিয়া। সূত্র: বিডি২৪লাইভ।
No comments:
Post a Comment