একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরানের দল ২৭২ আসনের মধ্য ১১৭ পেয়েছে। ম্যাজিক ফিগার ১৩৭ আসনের জন্য অপর রাজনৈতিক দল ও নিরপেক্ষ পার্লামেন্ট সদস্যদের নিয়ে সরকার গঠন করতে হবে ইমরানকে।
কিন্তু এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে গুঞ্জন উঠেছে ইমরানকে শুভেচ্ছা জানাতে নাকি পাকিস্তান যাবেন আমির খান। কারণ ছয় বছর আগের এক প্রতিশ্রুতির প্রেক্ষিতেই এমন কথা সামনে এসেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাচ্ছেন, আমির খান কি পাকিস্তানে যাবেন?
ভারতীয় সংবাদ মাধ্যম ট্রিবিউন ও জিও নিউজের খবরে বলা হয়েছে, সংগীতশিল্পী ও মডেল আলী জাফরের এক টুইটের কারণে আমির খানের পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গ সামনে চলে এসেছে। সেই টুইটে আলী জাফর পিকে তারকা আমির খানকে তাঁর প্রতিশ্রুতির কথা মনে করে দিয়েছেন। পাকিস্তান আর ভারতের ছোট ও বড় পর্দার তারকা, সংগীতশিল্পী ও মডেল আলী জাফর টুইট বার্তায় লেখেন, ‘আমির খান, আমার মনে হয় এখন সেই সময়।’ আলী জাফরের টুইটে অনেকেই সাড়া দিয়ে মন্তব্য করেছেন।
আমির খান পাকিস্তানে যাওয়ার কথা সামনে আসার কারণ হলো ছয় বছর আগের এক অনুষ্ঠানে বলা কথা। ২০১২ সালে ভারতে ওই অনুষ্ঠানে ইমরান খানের উপস্থিতিতে পাকিস্তানে সফরের কথা বলা হয়। এ ব্যাপারে আমির খান বলেছিলেন, ইমরান খান নির্বাচন জিতে ক্ষমতায় এলে তিনি পাকিস্তান যাবেন। থ্রি ইডিয়টস তারকা বলেন, ‘আপনি যখন নির্বাচনে জিতবেন, আপনার জয় উদ্যাপনের জন্য আমি পাকিস্তানে যাব। আমি অনেক ভারতীয়কেও সঙ্গে নিয়ে যাব।’
দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন যে পর্যায়ে, তাতে আমির খান পাকিস্তানে যাবেন কি না বা গেলেও এর প্রতিক্রিয়া কী হবে, তা সময়ই বলবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment