একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে ক্রেতা সেজে ওই নারীকে আটক করে পুলিশ।
আটক রোহিঙ্গা নারী নয়াপাড়া শরণার্থী শিবিরের বি ব্লকের আরিফ উল্লাহর স্ত্রী।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ‘একুশে মিডিয়া’কে জানান, এসআই নাজিম উদ্দিন, এএসআই জয়নাল, এএসআই মুরাদ ও মহিলা পুলিশ সদস্য মর্জিনা বেগমের সমন্বয়ে পুলিশের একটি টিম হ্নীলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (২৭) হাতেনাতে আটক করে। এসময় বেশ কয়েক জন পাচারকারী পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। একুশে মিডিয়া।’
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment