পাইলটের ধূমপানের কারণে হঠাৎ ৬ হাজার মিটার নিচে নেমে এলো বিমান!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

পাইলটের ধূমপানের কারণে হঠাৎ ৬ হাজার মিটার নিচে নেমে এলো বিমান!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
চীনা পতাকা বহনকারী একটি বিমান হংকং থেকে চীনের দালিয়ান বন্দরে যাচ্ছিল।  এয়ার চীনা সিএ১০৬ ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে প্রায় ৬ হাজার মিটার (১৯ হাজার ৬০০ ফুট) নীচে পড়ে যায়।  অল্পের জন্য বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বিমানটি যখন নিচে পড়ে যাচ্ছিল, পাইলটরা তখন বিমানের ককপিটে বসে ধূমপান করছিলেন। অভিযোগ উঠেছে পাইলটদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল। মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর সিএনএন।
সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়,  মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার (৩২ হাজার ৮০০ ফুট) থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ফুট)  ফুট নিচে নেমে আসে।
বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ জন ক্রু ছিলেন। সবশেষ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া বিমানটি চীনের দালিয়ান বন্দরে পৌঁছে।
বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়।  এদিকে ওই ফ্লাইটের  দুজন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন । ওই ছবি ও ভিডিওতে যাত্রীদের ‍মুখের সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে।
চীনা মাইক্রোব্লগিং সাইট ওইবোতে একজন যাত্রী লিখেছেন, ‘ককপিট থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে অক্সিজেন কমে গিয়েছিল। তবে এটি দ্রুত সারিয়ে তোলা সক্ষম হবে।’
এদিকে  চীনের রাষ্ট্রীয় এ বিমান সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ  জানিয়েছে, তদন্তে পাইলটদের দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০০২ সালে খারাপ আবহাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার বুসানের কাছে বোয়িং ৭৬৭ জেটলাইনার বিধ্বস্ত হয়েছিল। এতে ১৬৬ যাত্রীর মধ্যে নিহত হয়েছিলেন ১২৯ জন।  একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages