বিদ্যুৎ খাতে ৩৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে এডিবি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

বিদ্যুৎ খাতে ৩৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে এডিবি


একুশে মিডিয়া, অর্থনীতি রিপোর্ট:
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বিদ্যুৎ খাতে ২টি প্রকল্পে বাংলাদেশকে ৩৫৭ মিলিয়ন ডলারেরও বেশি প্যাকেজ সহায়তা দেবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘সবার জন্য বিদ্যুৎ’ লক্ষ্য অর্জনে এ সহায়তা দেয়া হবে।
এ প্যাকেজে রয়েছে এডিবি’র ৩৫০ মিলিয়ন ডলার, জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) ৭ মিলিয়ন ডলার এবং কোরিয়া ই-এশিয়ার এন্ড নলেজ পার্টনারশিপ ফান্ডের (ইএকেপিএফ) ৫ লাখ ডলার।
এডিবি’র সিনিয়র এনার্জি স্পেশালিস্ট এইমিং ঝু বলেন, বাংলাদেশে বিগত দশক থেকে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এই অগ্রগতি অব্যাহত রাখা এবং তা আরও গতিশীল করতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে আরও বিনিয়োগ প্রয়োজন।
এই প্রকল্পে রয়েছে বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন। এ সঙ্গে সাবস্টেশন, ট্রান্সফর্মার, এসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে।
মোট ৫৩২ মিলিয়ন ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১৭৪.৫ মিলিয়ন ডলার দেবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্প শেষ হবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages