এফডিসিতে সহকারী পরিচালককে মারধর, হাসপাতালে ভর্তি!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 17 July 2018

এফডিসিতে সহকারী পরিচালককে মারধর, হাসপাতালে ভর্তি!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জিয়াউল হক মনির নামে এক সহকারী পরিচালককে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ সিনেমার শুটিং চলছিল। এ সময় সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (সিডাব) সাধারণ সম্পাদক কাজী মনির শুটিং সেটে এসে মনিরকে নিয়ে যায়। পরে তাকে মারধর করে।
‘বয়ফ্রেন্ড’ সিনেমার পরিচালক উত্তম আকাশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এর আগেও কাজী মনির আমাকে সতর্ক করে বলেছিল মনিরকে কাজে না নিতে। আহত মনির প্রোডাকশন ম্যানেজার সংগঠনেরও সদস্য। এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনার ঘটে।’
এ ঘটনার পর থেকে বয়ফ্রেন্ড সিনেমার শুটিং বন্ধ রয়েছে বলে জানান উত্তম আকাশ।
এদিকে মারধরের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন প্রোডাকশন ম্যানেজার সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages