বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জন।
নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের খাজাখালু গ্রামের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম(৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটির চাতড়ি গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র(৪৫) ও ওসমানী নগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেল আরোহী এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন।
রোববার দুপুরে উপজেলার লালাবাজার ও রশিদপুরের মাঝামাঝি সাতমাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস সাতমাইলে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় যানবাহন দুটির সঙ্গে পেছনে থাকা একটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ফজল জানান, দুর্ঘটনায় মাহবুব ও কাজল ঘটনাস্থলেই নিহত হন। আহত শিউলি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান। মৃতদেহগুলো এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages