শনিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

শনিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি সিংহ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। ২১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
আপনার শুভ বর্ণ: হলুদ ও কমলা।
শুভ গ্রহ ও বার: রবি ও বৃহস্পতি।
শুভ রত্ন: রুবী ও পোখরাজ।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি, বিকাল : ৫:৫৪ থেকে ১০মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): 
আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় কিছু নতুন বিনিয়োগ করতে পারেন। অংশীদারী কাজে হতাশ হবার আশঙ্কা। দাম্পত্য কলহের অবশান আশা করা যায়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল - ২০ মে): 
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। বেসরকারী চাকুরেদের কর্মস্থলে কিছু বাধা বিপত্তির আশঙ্কা। বৈদেশীক ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা ব্যয় হবে। অধিনস্ত কর্মচারীর কারনে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। বেকারদের সেলসের চাকরি লাভের যোগ। শরীরের প্রতি খেয়াল রাখুন। শিক্ষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে ভালো ফল পাবেন। সন্তানের জন্য কেনাকাটার যোগপ্রবল। আজ শিল্পীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশাজীবীদের সামান্ন কিছু আয় রোজগারের যোগ রয়েছে। পরীক্ষার্থীদের পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনকে কিছু টাকা ধার দিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): 
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক কাজে মায়ের বুদ্ধি পরামর্শে লাভবান হবেন। যানবাহন মেরামত করতে পারেন। কোনো আত্মীয়র কাছ থেকে অর্থ সাহায্য আশা করতে পারেন। গ্রামে কোনো স্থাবর ক্রয় করার যোগ দেখা যায়।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): 
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ বৈদেশিক যোগাযোগ থেকে ভালো লাভ হতে পারে। মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের আয় রোজগার বাড়তে থাকবে। বাড়ীতে ছোট ভাই বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি আশা করতে পারেন। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজের চাপ সামান্য বাড়তে পারে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): 
আজ কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ। বৈদেশীক ধনলাভের সম্ভাবনা। হোটেল রেস্টুরেন্ট ও বেকারী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। শ্যালক শ্যালিকার কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। কোনো আত্মীয়র বাসায় আপ্যায়িত হবার সম্ভাবনা প্রবল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): 
তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। তবে অস্থিরতা ও চঞ্চলতা বাড়তে পারে। কর্মস্থলে কোনা কাজের জন্য আপনার প্রভাব বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে ব্যস্ত হতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে। কোনো পদস্ত কর্মকর্তার সাথে অফিশিয়াল ভ্রমনে যেতে হতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): 
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হতে পারে। আজ দূরের যাত্রার যোগ রয়েছে। প্রবাসীরা দেশে আসার সুযোগ আসবে। পারিবারিক নিত্যপ্রয়োজনিয় দ্রব্যর কেনাকাটায় ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু ঝামেলা হবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): 
ধনু রাশির জাতক জাতিকার আজ বন্ধু ভাগ্য বলবান। বন্ধুর সাহায্য পাবেন। আয় রোজগার বাড়তে পারে। ব্যবসায়ীরা কোনো অপ্রচলিত পণ্যের লেনদেন করে ভালো আয় রোজগার করতে পারেন। বাড়ীতে বড় ভাই বোনের আগমনের যোগ। রোমান্টিক বিষয়ে বন্ধুর পরামর্শ কাজে আসতে পারে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ে সক্ষম হবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): 
মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। পিতৃস্থাণীয় কারো সাহায্য পেতে পারেন। সাংসারিক কাজে পিতার পরামর্শ আশা করতে পারেন। বেকারদের সাময়ীক কর্মলাভের যোগ প্রবল। রাজণৈতিক কর্মকান্ডে ব্যস্ত হবার যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): 
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। জীবীকার জন্য বিদেশ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার জন্য ব্যস্ত থাকতে পারেন। ভাগ্যর সাহায়তা পেয়ে যাবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক পেশাজীবীদের আয় বৃদ্ধি পাবে। ভ্রমনে লাভবান হবেন। কোনো শিক্ষকের সহায়তা বিদেশে বৃত্তি লাভের যোগ প্রবল।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): 
মীন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। সকাল সকালই কারো মৃত্যু সংবাদ পেতে পারেন। শনির কারনে কর্মস্থলে বাধা বিপত্তি দেখা দেবে। আজ পাওনাদারের তাগাদা পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা প্রবল। ঔষধ বিক্রেতা ও ক্যামিক্যাল ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। ঋণ যোগ প্রবল।
একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages