কারাগারে গরমে অসুস্থ ১১ কয়েদি, একজনের অবস্থা আশঙ্কাজনক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

কারাগারে গরমে অসুস্থ ১১ কয়েদি, একজনের অবস্থা আশঙ্কাজনক-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, চাঁপাইনবাবগঞ্জ রিপোর্ট:
অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১১ কয়েদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান ডেপুটি জেলার ফরহাদ হোসেন। পরে অ্যাম্বুলেন্সে করে এসব অসুস্থ্য কয়েদিদের হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
ফরহাদ হোসেন জানান, বন্দীরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কারাগারেই চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, অতিরিক্ত বন্দী থাকার কারণেই এ অবস্থায় হয়েছে। ২৫০ জন ধারণ ক্ষমতার জেলা কারাগারে বর্তমানে এক হাজারেরও বেশি বন্দী রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুল বাসার জানান, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের মধ্যে তাজেমুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রাজশাহী পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা এখন অনেকটায় স্বাভাবিক। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages