ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বরগুনা ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
মৃত্যুর ৩২ বছর পরেও নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে আসে অক্ষত লাশ। এতে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান জানান, সোমবার স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙা কবরস্থানে সাদা কাপড় দেখতে পায়। এরপর মোতাস্বের আলীর লাশটি উদ্ধার করা হয়। লাশটি দেখার জন্য বহু লোকের সমাগম হয়। পরে ওই দিনই বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় মোকসেদ আলী মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে নতুন কবরে দাফন করা হয় লাশটি।
স্থানীয়রা জানান, ১৯৯৪ সালের প্রথম দিকে কাকচিড়া কালীবাড়ী গ্রামের খলিফা বাড়ির মোতাস্বের আলীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে মোতাস্বের আলীর বয়স হয়েছিল ৮২ বছর। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। মোতাস্বের আলী জীবিত থাকা অবস্থায়ই তার ছেলে মারা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়ে মারা যায়। মৃত মোতাস্বের আলীর মেয়ের ঘরে এক নাতি আছেন এবং তিনি সৌদি প্রবাসী। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment