নোয়াখালীতে ইউপি মেম্বার ও তার সহযোগীরা ঘরের দরজা ভেঙে ২ বোনকে গণধর্ষণ!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

নোয়াখালীতে ইউপি মেম্বার ও তার সহযোগীরা ঘরের দরজা ভেঙে ২ বোনকে গণধর্ষণ!-একুশে মিডিয়া

ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্তরা ওই ইউনিয়নের আমতলী গ্রামের আজীমনগর এলাকায় যান এবং এ ঘটনাটি ঘটান।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে। এই মামলায় শনিবার (২১ জুলাই) রাতে জাহাজমারা ইউপি মেম্বার বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বেলাল হোসেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজমারা ইউপি মেম্বার বেলাল হোসেনের নেতৃত্বে শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ওই ইউনিয়নের আমতলী গ্রামের আজীমনগর এলাকায় যান। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে বড় বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট দুই বোনকে (২৩) ও (১৮) পালাক্রমে ধর্ষণ করা হয়।
দুর্বৃত্তরা এখানেই ক্ষ্যান্ত হয়নি, তারা নির্যাতিতাদের বড় বোনকে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় দুই তরুণীকে উদ্ধার করে তাদের শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভিকটিমদের বড় বোন বাদী হয়ে ইউপি মেম্বার বেলাল হোসেনকে প্রধান আসামি করে আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পরে গত শনিবার রাতে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান শিকদার। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages