জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল আটটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েনসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপির একজন করে প্রার্থী রয়েছেন। সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ১২ হাজার ৪৯৭ জন। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment