ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, জাতীয় রিপোর্ট:
শর্ত সাপেক্ষে হজযাত্রী প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) কোটা আরো ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
মন্ত্রী বলেন, নিবন্ধিত কোন মুসল্লিকে রেখে হজে যাবো না।
হজের জন্য নিবন্ধন করা কোনো ব্যক্তি মারা গেলে কিংবা গুরুতর অসুস্থ হলে তার বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুবিধা দেয় ধর্ম মন্ত্রণালয়। প্রতিবছর এই রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন কোটা ৪ শতাংশ রাখে মন্ত্রণালয়। চলতি বছরও এ কোটা সংরক্ষিত আছে। তবে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) ও বাংলাদেশ হজযাত্রী কল্যাণ পরিষদ এ বছর বদলি কোটা ১৫ শতাংশ করার দাবি করে আসছিলো। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment