১২ বছরের ছেলে এখন মায়ের অভিভাবক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

১২ বছরের ছেলে এখন মায়ের অভিভাবক!-একুশে মিডিয়া

১২ বছরের ছেলে এখন মায়ের অভিভাবক!

একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের সারা শরীরে হাইগ্রেড ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকদের মতে, তার ক্যানসার এখন রয়েছে চতুর্থ স্টেজে। এ অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক।
সোনালি বেন্দ্রে এখন আছেন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি হাসপাতালে। চিকিৎসার ফাঁকে সুযোগ পেলেই টুইটার অথবা ইনস্টাগ্রামে যোগ দেন তিনি। সবার বার্তা পড়েন, সেগুলোর উত্তর দেন, ছবিও শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ছেলে রণবীরের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘১২ বছর ১১ মাস আট দিন আগে রণবীরের জন্মের মুহূর্তটি আমাদের কাছে ছিলো অনেক আনন্দের। এরপর থেকে ওকে সবসময় সুখ ও সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আমি ও গোল্ডি (সোনালি বেন্দ্রের স্বামী)। কিন্তু আমার ভয়ঙ্কর অসুখের কথা জানার পর আমাদের সবচেয়ে বড় ভয় ছিলো, কীভাবে ওকে এই কথা জানাবো?’
সোনালি বেন্দ্রে আরও লিখেছেন, ‘ছেলেকে আমরা সবসময় খারাপ দিকগুলো থেকে রক্ষা করতে চাই। আমরা এটাও জানতাম, তাকে এই বিষয়ে সব খুলে বলা খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা সবসময় সৎ থেকে ওর সঙ্গে সব বিষয়ে খোলাখুলি আলোচনা করেছি। 
এবারও ব্যতিক্রম হয়নি। কিন্তু সে পরিণত একজনের মতোই খবরটা শুনলো। তারপর থেকে তাকে ঘিরে অন্যরকম শক্তি পাই। কোনও কোনও পরিস্থিতিতে রণবীরই আমার অভিভাবক হয়ে উঠছে। এটাই আমার প্রয়োজন ছিলো। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages