একুশে মিডিয়া ডেস্ক:
ফরিদপুরে পুকুরের পানিতে পড়ে সাফায়েত (৫) ও তাবাচ্ছুম রেশমা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সাফায়েত শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও তাবাচ্ছুম রেশমা পার্শ্ববর্তী এলাকার লোকমান মৃধার মেয়ে বলে জানা যায়।
মঙ্গলবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শহরের লালের মোড় এলাকার একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, তাবাচ্ছুম রেশমা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ও সাফায়েত সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।
ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন সাংবাদিকদের জানান, ওই দুই শিশু বাড়ির পাঁশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment