একুশে মিডিয়া, স্পোর্টস রিপোর্ট:
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সাবিনা পার্কে টসে জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম ম্যাচের দল থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার রুবেল হোসেনের জায়গায় আজ খেলছেন স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারেন সাকিব-তামিমরা। ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড ও করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় মুশফিক-সাকিবরা। টাইগাররা ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই দাঁড়াতেই পারেননি।
অন্যদিকে, একই পিচে সাবলীল ব্যাটিং করেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৪৩ রানের জবাবে খেলতে নেমে উইন্ডিজ ব্যাটসম্যানরা তুলেন ৪০৬ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় টাইগাররা।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেট কিপার), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও কামরুল রাব্বি।
ওয়েস্ট ইন্ডিজ:
ক্রেইগ ব্রেথওয়েট, ডেভন স্মিথ, কিরণ পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ (উইকেট কিপার), জেসন হোল্ডার (অধিনায়ক), কেমো পল, মিগুয়েল কামিন্স ও শেনন গ্যাব্রিয়েল। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment