একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বেশ কয়েকমাস ধরেই এক নারীকে উত্যক্ত করছিলো গ্রামের পাঁচ যুবক। ওই নারীর স্বামী পেশায় দিনমজুর এবং থাকতেন অন্য জেলায়। আর এই সুযোগে ঘটনার দিন রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে গণধর্ষণের পর মন্দিরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করে ওই পাঁচ যুবক। ভারতের উওরপ্রদেশের সম্ভল জেলায় শনিবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছরের ওই নারী দুই সন্তানের জননী। শনিবার রাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই দুর্যোগের রাতেই বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ওই পাঁচজন। এরপর মহিলাকে ঘুম থেকে উঠিয়ে তার উপর চলে গণধর্ষণ। গণধর্ষণের পর তারা ওই মহিলাকে ঘর থেকে টানতে টানতে কাছের একটি মন্দিরে নিয়ে সেখানে মহিলার গায়ে আগুন ধরিয়ে দেয়।
ইতোমধ্যে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। এছাড়া তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment