নিরাপদ সড়ক চাই’র আহ্বায়ক হলেন লিটন এরশাদ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

নিরাপদ সড়ক চাই’র আহ্বায়ক হলেন লিটন এরশাদ-একুশে মিডিয়া

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সড়ক দুর্ঘটনা নিরসনে সচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয় নানা কর্মসূচি। এবারের দিবসটি উদযাপন উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিতে এ কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদকে এবং সদস্য-সচিব মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে এ কে আজাদ, আবদুর রহমান, তৌফিক আহসান টিটু, মো: জহিরুল ইসলাম মিশু। আগামী সপ্তাহে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আহবায়ক কমিটি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ দেশব্যাপী পালনের জন্য যাবতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে।
প্রসঙ্গত, গত ২৪ বছর যাবত নিরাপদ সড়ক চাই ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ জাতীয় ভাবে পালিত হয়ে আসছে। নিরাপদ সড়ক চাই’র ২৫ বছরের পথচলায় দিবসটি এবার গুরুত্ববহ হয়ে উঠবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages