ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৭ জুলাই ২০১৮ ইং পিএম রিপোর্ট:
যৌন মিলনে রাজি না হওয়ায় স্বামীকে মেরে ফেলেছে এক স্ত্রী। জানা গেছে, দুই মাস আগেই সন্তানের মা হয়েছে দক্ষিণ আফ্রিকার নারী কালিরোর নাম্বি। তবে সন্তান জন্ম দেয়ার দুই মাস কেটে গেলেও স্বামী বটেরা কিছুতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিলেন না। তাই রাগ করে ছুরি মেরে স্বামীকেই মেরে ফেললেন ওই স্ত্রী।
পুলিশের কাছে ওই নারী জানিয়েছে, ‘আমার যৌনতার প্রয়োজন হয়েছিল। সে কথা স্বামীকে বহুবার জানিয়ে ছিলাম। কিন্তু স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। মাথা ঠিক রাখতে পারিনি, তাই রাগের বশে মেরে ফেলেছি।’
সূত্রে জানা গেছে, এসব বিষয় নিয়ে এই দম্পত্তি প্রাই ঝগড়া করত। তাদের এ ঝগড়া-অশান্তি বন্ধ করার জন্য প্রতিবেশীরা চেষ্টা করলেও থেমে থাকে নি তাদের ঝগড়া। শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে শেষ হলো তাদের ঝগড়া। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment