একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৮ জুলাই ২০১৮ পিএম রিপোর্ট:
তিন বছরে এক লাখের বেশি ধর্ষণের মামলা হয়েছে ভারতে। ১৮ জুলাই বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে এই তথ্য জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
কিরেন রিজিজু বলেন, ২০১৪-১৬ সালে এক লাখ ১০ হাজার ৩৩৩টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যেই ২০১৬ সালে ৩৮, ৯৪৭টি ধর্ষণের অভিযোগ জমা হয়েছিল। ২০১৫-তে ৩৪,৬৫১টি ধর্ষণ এবং তার আগের বছরে ৩৬,৭৩৫টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল।
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ২০১৬ সালে ৩ লাখ ৩৮ হাজার নারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছিল। ২০১৫-তে সেই সংখ্যা ছিল, ৩ লাখ ২৯ হাজার এবং ২০১৪ সালে ৩ লাখ ৩৯ হাজার এমন অভিযোগ দায়ের হয়েছিল।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতে ধর্ষিত হয়েছে প্রায় ২০ হাজার শিশু বা কিশোরী। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর সাম্প্রতিকতম পরিসংখ্যানে তেমনটাই উঠে এসেছে। তবে ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার যে সেখানে শুধু কন্যা শিশুরাই হচ্ছে তা নয়। প্রায় ১০ বছর আগে প্রকাশিত একমাত্র পরিসংখ্যানে দেখা গেছে মোট যত শিশুর ওপরে যৌন হেনস্থা হয়, তার অর্ধেকেরও বেশি ছেলে-শিশু বা কিশোর। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment