বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে আহত ৬২, হাসপাতালে মোদি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 July 2018

বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে আহত ৬২, হাসপাতালে মোদি-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৬ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে বিশৃঙ্খলায় আহত হয়েছেন অন্তত ৬২ জন। আহতদের সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সভা শেষ করে আহতদের হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর দৈনিক আনন্দবাজার।
সোমবার মেদিনীপুর শহরে কৃষক কল্যাণ সমাবেশের আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন নরেন্দ্র মোদী। দুপুর একটার দিকে ভাষণ দিতে মঞ্চে ওঠেন মোদি। তখনই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য রাজ্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে।
মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে মোদীর সভাস্থলে মূল মঞ্চ ছাড়াও তিনটি আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। একটি মূল মঞ্চের সোজাসুজি। অন্য দুটি তার ডান ও বামদিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল শহরে। মাটি তাই নরম ছিল। প্যান্ডেলের ভারী লোহার কাঠামো আস্তে আস্তে সেই নরম মাটিতে ঢুকে যাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা।
সভা শেষে মেদিনীপুর থেকে কলাইকুন্ডা হয়ে বিমানে দিল্লি ফেরার কথা ছিল মোদির। কলাইকুন্ডা যাওয়ার পথে প্রধানমন্ত্রী মেদিনীপুর মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের অনেকের মাথাতেই হাত বুলিয়ে দিতে দেখা যায় মোদিকে।
দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রবল বৃষ্টির কারণে প্যান্ডেলের কাঠামো নরম মাটিতে ঢুকে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। প্যান্ডেলের লোহার কাঠামো মাথায় লেগে চার-পাঁচ জন আহত হয়েছেন। আর পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাত-পায়ে-গায়ে চোট লেগেছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages