ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, ফরিদপুর রিপোর্ট:
ফরিদপুরের চরভদ্রাসনে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের মামলায় চার দিন পেরিয়ে গেলেও এখনও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, গত রবিবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের বাদুল্যা মাতুব্বরডাঙ্গী গ্রামের ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রী বসতবাড়ির পাশ্ববর্তী একটি দোকানে লবন আনতে গেলে স্থানীয় চার লম্পট দ্বারা গণধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় গত (১৭ জুলাই) রাতে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজন আসামিকে অভিযুক্ত করে চরভদ্রাসন থানায় একটি মামলাটি দায়ের করেন। এদিকে, ওই মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের মামলার প্রায় চারদিন অতিবাহিত হতে থাকলেও এখনও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত আসামিরা হলেন উপজেলা সদর ইউনিয়নের ও খালাশী ডাঙ্গী গ্রামের মন্টু খালাসীর ছেলে চঞ্চল খালাসী (২৪), অভি খালাসীর ছেলে সঞ্জয় খালাসী (২০), জদু মোল্লার ছেলে পান্নু মোল্লা (৪০) ও দিরাজ উদ্দিনের ছেলে কুদ্দুস (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ওই মাদ্রাসা ছাত্রীকে তার বসতবাড়ির উত্তর দিকে অবস্থিত ফজল মোল্লার দোকানে লবন কিনতে গেলে এ সময় অভিযুক্ত আসামি কুদ্দুস মেয়েটিকে ডাক দিয়ে কৌশলে দোকানের পিছনে নিয়ে যায়। এ সময় আসামি পান্নু মোল্লা তার সাথে থাকা গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে গোপালপুর ঘাট সংলগ্ন উত্তর পূর্ব দিকের ধনিচা ক্ষেতে নিয়ে যায়। সেখানে একে একে সকল আসামিরা উক্ত ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে।
এ সময় কিশোরীর আত্মচিৎকারে স্থানীয় কিছু লোকজন টর্চলাইট নিয়ে ছুটে আসলে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা কিশোরীকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তিতে কিশোরীর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে পরদিন সকালে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুরে মুঠোফোনে ওই কিশোরীর পিতার কাছে উক্ত মামলার কোন আসামিদের আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও কোন আসামি আটক হয়নি। তাছাড়া, এ বিষয়ে থানা পুলিশও আমাকে কিছু জানায়নি, আমিও তাদের সাথে এ বিষয়ে কোন যোগাযোগ করিনি।
এ ঘটনায় কোন আসামি গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত বলেন, এখনও কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে আমরা এ ঘটনায় জড়িত আসামিদেরকে আটকের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ও অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment