একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
মাশরাফি বিন মুর্তজার জ্বলে ওঠা মানে বাংলাদেশ দলের ভালো কিছুর ইঙ্গিত। এদিন ৬ নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলে রানের অংকটা লম্বা করার চেষ্টায় তিনি সফল। ২৪ বলে তিন চার আর এক ছয়ে করেন ৩৬ রান।
সেন্ট কিটসে ওয়ার্নার পার্কের আয়তন মোটে ৬৪ মিটার। এই মাঠে ৩০০ করেও সুখ নেই। যদি না বিপক্ষ দলে গেইল-লুইসদের মতো ব্যাটিং দানব থাকে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক। আগের দুই ম্যাচের প্রথম ম্যাচ বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতায় এই ম্যাচ দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। সোজা কথা আজ ফাইনাল ম্যাচ।
দুই ওপেনারের একজন এনামুল বিজয় ৭ রান করেই ফেরেন প্যাভিলিয়নে।
বিজয়ের বিদায়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন সাকিব-তামিম মিলে। সাকিব ৩৭ রান করে বিদায়ের পর তামিমকে সঙ্গ দেন মুশফিকুর রহিম।
কিন্তু মুশিও ব্যর্থ। ১২ রান করে ফেরেন প্যাভিলিয়নে। আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। অপরাজিত থাকেন শেষ অব্দি।
মাঝে মাশরাফি আর সাব্বিরের সাথে জুটি গড়ে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।
মোসাদ্দেকের ব্যাটে শেষ ওভারে আসে ১১ রান। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment