একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
খুব আনন্দ উৎসবের মধ্যেই চলছিল বিয়ের আয়োজন। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল বেশ। বর নিয়ে বরযাত্রীও এসেছে গাড়ি সাজিয়ে।
বর মোহাম্মদ হানিফ (২৭) আকদ্ পড়তে যাবেন এমন সময় সাদা মেঘে কালো ছায়া, দেখা দিয়ে আনন্দৎসব হয়ে গেলো নিরানন্দে। কনে মিনা আক্তার (১৬) এর বিয়ের বয়স হতে আরো দুই বছর বাকি।
বাল্য বিয়ের খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিকুল আলম বিয়ে বন্ধ করার নির্দেশ দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে।
শুক্রবার (২০ জুলাই) এমন ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়নে।
জানাযায়, মীরসরাইয়ের ওয়াহেদপুরের নুর হোসেনের পুত্র মোঃ হানিফ এর সাথে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার নুরল আলম মাষ্টারের বাড়ির নুর নবীর মেয়ে মিনা আক্তারের সাথে বিবাহের কথা ছিল। বিয়ের সব আয়োজন ঠিক ছিল দুপুরে স্থানীয় একটি মসজিদে আকদ্ পড়ানোর সময় জানা গেলো কনের বয়স ১৬।
এমন খবর পেয়ে ইউএনও’র নির্দেশ পেয়ে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বাল্য বিয়েটি তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেন। সিদ্ধান্ত হয় আগামী ২ বছর পর মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে বিয়ে হবে।
চেয়ারম্যানের এমন নির্দেশ বর-কনে পরিবার মেনে নেন। কনে মিনা আক্তার ভাটিয়ারী হাজ্বি টিএসি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় প্রবাসী মোহাম্মদ হানিফ বর সেজে এসেও বউ না নিয়ে বাড়ি ফিরে।
এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিকুল আলম বলেন, ১৮ বছরের আগে কোন মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তাই মেয়ের বয়স কম হওয়াতে এই বিয়ে দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment