রাজবাড়ীতে প্রেম-বিয়ে, প্রসবের পর সন্তান উধাও!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 July 2018

রাজবাড়ীতে প্রেম-বিয়ে, প্রসবের পর সন্তান উধাও!-একুশে মিডিয়া

ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, রাজবাড়ী রিপোর্ট:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে প্রেমের সম্পর্কের বিয়ের জের ধরে এক জুট মিল শ্রমিকের সন্তান প্রসব করে। তবে সন্তানটি ক্লিনিকের ম্যানেজার বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বকুলের মেয়ে ও আশাপুরের রাজ্জাক খান জুট মিলের নারী শ্রমিক শাহানা (১৫) জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুরে রাজ্জাক খান জুট মিলে চাকরি করা কালে সহকর্মী হিসেবে পরিচয় হয় মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) সাথে।
পরিচয়ের এক পর্যায়ে তারা দু’জনে ১০ মাস পুর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের দু’জনের ঔরসে গত ১৭ ফেব্রুয়ারি বালিয়াকান্দি হাসপাতাল গেইটের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর রাত সাড়ে ৩টার দিকে জ্ঞান ফিরলে সে আর তার সন্তানকে দেখেনি।
পরে তার স্বামীও তার সাথে যোগাযোগ রক্ষা করেনি। বিভিন্ন শালিস-দরবারের আয়োজন করলেও কোন কাজে না আসায় শনিবার (২৮ জানুয়ারি) সকালে বালিয়াকান্দি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের পর বালিয়াকান্দি থানা পুলিশ মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের রতন শেখের ছেলে সোহাগ (১৮) কে ডেকে আনা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার এ.এস.আই রিপন খন্দকার জানান, মেয়ে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। তবে কাউকে আটক করা হয়নি।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঞা জানান, রাজবাড়ীতে আছি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে কাউকে আটক করা হয়নি। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages