বরিশালে সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 July 2018

বরিশালে সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু!-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
ব‌রিশালে দুই মাস যাবৎ বন্ধ থাকা বসত বাড়ির সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় গুরুত্বর অসুস্থ হ‌য়ে পড়া অপর এক শ্র‌মিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত হারুন অর রশিদ (৪০) চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের বাসিন্দা ও রাকিব (৪০) সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের মোঃ নয়ন হাওলাদারের ছেলে।
বরিশালের কাউনিয়া থানার এএসআই নাছির জানান, সকালে ওই এলাকার মাহতাব হোসেন লিটনের নতুন ভবনের সেফটিক ট্যাংকের কাজ করতে না‌মে চরবাড়িয়া এলাকার বা‌সিন্দা নির্মাণ শ্রমিক হারুন অর রশিদ (৪০) না‌ছির হাওলাদার (৪০) ও সায়েস্তাবাদের রাকিব (২৫)। দুই মাস যাবৎ বন্ধ থাকা ওই ট্যাংকের মধ্যে প্রথ‌মে হারুন ও রাকিব না‌মে। একপর্যায়ে তাদের সারা শব্দ না পে‌য়ে শ্রমিক না‌ছির ট্যাংকের ভেত‌রে না‌মে।
প‌রে তাদেরকে ট্যাংকের মধ্য থেকে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন ও রাকিবকে মৃত বলে ঘোষণা করে। অপর‌দি‌কে না‌ছির‌কে মুমূর্ষ অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages