একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে মরিয়া বার্সেলোনা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের মাঝে সবচেয়ে বেশি যারা নজর কেড়েছেন, তাদের মধ্যে উইলিয়াম অন্যতম। মূলত ফরওয়ার্ড হলেও পুরো মাঠই দৌড়ে খেলেছেন তিনি।
আর এই দৌড়টাই আলাদাভাবে নজর কেড়েছে বার্সেলোনা কোচের। আর্নেস্তো ভারভার্দে দলে চান তাকে। তারই চাওয়াটা এতোই গভীর যে ব্রাজিলিয়ান এই তারকাকে কিনতে স্প্যানিশ ক্লাবটি তিন দফা চেষ্টা চালিয়েছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনতে এর আগে দ্বিতীয় দফা চেষ্টায় ৫৩ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে চেয়েছিল বার্সা। এবার তৃতীয় দফায় অঙ্কটা ২ মিলিয়ন পাউন্ড বাড়িয়ে ৫৫ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শেষ ষোলোর দুই লেগে উইলিয়ামের পারফরম্যান্সে মুগ্ধ হন বার্সা কোচ ভালভার্দে। দুই লিগের সেই লড়াইয়ে প্রথম লেগে গোল করেছিলেন উইলিয়াম। এরপরই তিনি ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে কেনার পরামর্শ দেন বার্সাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, উইলিয়ানকে ইংল্যান্ড থেকে স্পেনে উড়িয়ে আনতে এখন আলোচনা চলছে দুই ক্লাবের মধ্যে।
চেলসি মালিক রোমান আব্রামোভিচ উইলিয়ানকে নাকি বেচতে রাজি আছেন। আর উইলিয়ান নিজেও নু ক্যাম্পে আসতে আগ্রহী। কাতালান ক্লাবটিও তাই তৃতীয় দফা চেষ্টায় উইলিয়ামকে দলে ভিড়িয়ে কোচকে সন্তুষ্ট করার ব্যাপারে আত্মবিশ্বাসী। উইলিয়ামের দলের জন্য খেলাটা মূলত নজর কেড়েছে ভালভার্দের। আক্রমণের সঙ্গে প্রয়োজনে তিনি রক্ষণভাগও সামলে থাকেন।
এ ছাড়াও ৪-৩-৩ কিংবা ৪-৪-২ আর ৪-২-৩-১ ফর্মেশনেও খেলতে পারঙ্গম উইলিয়ান। উইংয়ে ডানে-বামে কিংবা মাঝমাঠেও তিনি খেলতে অভ্যস্ত। সংবাদমাধ্যম জানিয়েছে, উইলিয়ামের কাছ থেকে বার্সা নাকি এরই মধ্যে ‘হ্যাঁ’ বার্তা পেয়েছে। একুশে মিডয়া।
No comments:
Post a Comment