ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে ভিন্ন স্থানে মৎস্য ঘের মালিক ও এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
বজ্রপাতে নিহতরা হলেন, বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরিপদ মন্ডলের ছেলে উদয় মন্ডল (৩৪), অন্যজন একই উপজেলার কাদাকাটি গ্রামের ইন্তাজ আলি সরদারের ছেলে মিকাঈল হোসেন (৩৫)।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ বলেন, দু’জন বজ্রপাতে নিহত হয়েছেন বিষয়টি জানতে পেরেছি। দু’জনই মৎস ঘেরে কাজ করার সময়ে অকস্মাৎ বজ্রপাতে নিহত হন।
ভিন্ন স্থানে ঘটনা ঘটেছে। নিহতদের একজন ঘের মালিক অন্যজন ঘের কর্মচারী বলে জানা গেছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment