আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 July 2018

আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খাঘাটি গ্রামের নিজ পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে আব্দুল মতিন বাড়ি থেকে নিজস্ব মাছের খামার এলাকায় পাহারা দেয়ার জন্য যান। তবে সকাল হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে মাছের খামারের পুকুর পাড়ে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে এবং কারা এই খুনের সঙ্গে জড়িত তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে জানান ওসি জাকিউর। এদিকে, আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মতিন মাস্টার খুনের ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে। পরিবার, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, এ রকম বয়স্ক একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করতে পারে এটা এলাকাবাসী বিশ্বাস করতে পারছেন না। তার সঙ্গে কারও বিরোধ ছিল কিনা এটা তারা জানেন না। মঠবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফিজ উদ্দিন জানান, এলাকায় কারও সঙ্গে আব্দুল মতিন মাস্টারের কোনো দ্বন্দ্ব ছিল না, তিনি সজ্জন ব্যক্তি ছিলেন। তবে কী কারণে এবং কেন তাকে গলা কেটে হত্যা করা হলো এ বিষয়টি পুলিশ তদন্তপূর্বক বের করবে এটাই প্রত্যাশা তাদের।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages