ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া বরিশাল রিপোর্ট:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেতে চলেছে নৌকা। সিটিতে ১২৩ কেন্দ্রের মধ্যে ৯৯টিতে পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিাবাত সাদিক আবদুল্লাহ।
তিনি পেয়ছেন ৯৫ হাজার ৪৪০ ভোট। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন মাত্র ১২ হাজার ৭৬৭ ভোট।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তারপরও জনগণ যে রায় দেবে তা মেনে নেব।’
সোমবার (৩০ জুলাই) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালে অনিয়মের অভিযোগে ১৫ নির্বাচনী কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment