একুশে মিডিয়া, স্পোর্টস রিপোর্ট:
বেশ কিছুদিন ধরেই নেইমার-এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে। শোনা যায় তাদের দুইজনেরেই ক্লাব ছাড়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু এবার তাদের ক্লাব ছাড়ার ব্যাপারে বোমা ফাটালেন পিএসজি কোচ।
পিএসজির নতুন কোচ টুচেলের মতে এমবাপ্পে নন ক্লাব ছাড়তে পারেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমাতে পারেন নেইমার । এই ব্যাপারে পিএসজি কোচ বলেন ,’খুব সম্ভবত, রিয়াল মাদ্রিদের যে অফিশিয়াল ঘোষণা দিয়েছিল, নেইমারকে কেনার কোনো চিন্তা-ভাবনা নেই রিয়ালের তা কেবল ই মিডিয়ার চোখ থেকে আড়াল হওয়ার জন্য ।’
নেইমারও এখন পর্যন্ত পিএসজিতে ফিরেনি । আগামী ২১ তারিখ বায়ার্ন মিউনিখের সাথেও নেইমার খেলবেনা এমন একটা নিউজ পাওয়া গেছে ফ্রান্সের কয়েকটি গণমাধ্যম থেকে । তাহলে কি পিএসজি ছাড়া মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে নেইমারের? একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment