ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সপ্তম শ্রেণী পড়ুয়া নাতনীকে ধর্ষণ করার অভিযোগে নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক হারুন অর রশিদ প্যাদা (৫০) উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাশ গ্রামের বাসিন্দা ও নির্যাতিতা ছাত্রীর বাবার সম্পর্কের মামা হয়।
থানা পুলিশ সূত্রে জানায়, গত ২৩ জুন ওই ছাত্রী দুঃসম্পর্কের নানা হারুন অর রশিদের বাড়িতে বেড়াতে যায়। রাতে ছাত্রীটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হারুন-অর-রশিদ। পরে ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীটির বাবা বাউফল থানায় মামলা দায়ের করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হারুন অর রশিদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment