মেসি-রোনালদোকে হটিয়ে সেরা হলেন যিনি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

মেসি-রোনালদোকে হটিয়ে সেরা হলেন যিনি!-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
বর্ষসেরা পুরস্কার এর জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। চূড়ান্ত ফলাফল জানা যাবে ২৪ সেপ্টেম্বর। তার আগে চলবে ভোট। সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিক ছাড়াও ভোট দিতে পারবেন ফুটবল ভক্তরাও।
এদিকে স্প্যানিশ ভক্তদের ভোটের হিসাব করে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, লিওনেল মিস ও ক্রিস্তিয়ানো রোনালদো হটিয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন মদ্রিচ। এরপর ৫,৩৫০ ভোট পেয়েছেন রোনালদো। মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।
রাশিয়ার বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলে ফাইনালে উঠে গিয়েছিল ক্রোয়েশিয়া। আর অপ্রতিরোধ্য এই ফুটবলে দেশটিকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদের তারকা মদ্রিচ। যদিও ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েশিয়া। তবু ফুটবলপ্রেমিদের মন জয় করে মদ্রিচরা। মদ্রিচ নিজে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
স্প্যানিশ ভক্তরা কাদের কত ভোট দিয়েছে:
১. লুকা মদ্রিচ- ১৪,২২৭ ভোট
২. ক্রিস্তিয়ানো রোনালদো- ৫,৩৫০ ভোট
৩. লিওনেল মেসি- ৪,৩৮৪ ভোট
৪. আঁতোয়া গ্রিজমান- ৩,৮৯৪ ভোট
৫. রাফায়েল ভারানে- ১,১১০ ভোট
৬. কিলিয়ান এমবাপে- ৮৬১ ভোট
৭. মোহাম্মদ সালাহ- ২৪২ ভোট
৮. ইডেন হ্যাজার্ড- ২২৪ ভোট
৯. কেভিন ডি ব্রুইন- ৮৭ ভোট
১০. হ্যারি কেন- ৩৪ ভোট
একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages