ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:
সাতক্ষীরার পাটকেলঘাটায় ইয়াবাসহ সুকান্ত মল্লিক (৩৮) নামে এক ওয়ার্কাস পার্টির নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলা হয়েছে। যার মামলা নম্বর ০৯।
গ্রেফতারকৃত সুকান্ত মল্লিক, সে পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের আদিত্ত মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, সুকান্ত মল্লিক পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। মোটরসাইকেল সারায়ের পাশাপাশি সে মাদক ব্যবসা করতো। বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সরবারহ করতো। বিষয়টি ডিবি পুলিশের নজরের আসলে ডিবি পুলিশ তাকে ইয়াবাসহ আটক করেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, ইয়াবাসহ সুকান্ত মল্লিককে ডিবি পুলিশ আটক করেন। পরবর্তিতে এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলা দিয়েছে। মামলার নম্বর ০৯। জানা যায়, মটর গ্যারেজের আড়ালে দীর্ঘদিন সে মাদকের ব্যবসা করে আসছিলো। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment