বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ট্রেনিং সেন্টারের পরিচালক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ট্রেনিং সেন্টারের পরিচালক!-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, রাজশাহী রিপোর্ট:
রাজশাহী নওহাটা বাজারে এক আইটি ট্রেনিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই পরিচালককে আটক করেছে পবা থানা পুলিশ। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই মামলা করেছেন।
মামলা থেকে জানা যায়, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে নওহাটা বাজারের রনাবাড়িতে ক্রিয়েটিভ আইটি সেন্টারের পরিচালক মাহফুজুর রহমান সুজন (২৫) ধর্ষণ করে। মাহফুজুর রহমান সুজন পবা থানা এলাকার বাগধানি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
ভিটটিম মামলায় উল্লেখ করেন, সুজনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে এ সম্পর্ককে কাজে লাগিয়ে সুজন চলতি বছরের ১৬ জুলাই ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিম বিয়ের চাপ দিলে সুজন তা অস্বীকার করে। পাশাপাশি ভূক্তভোগি ছাত্রীকে কাউকে না জানানোর জন্য সুজন ভয়ভীতি দিয়ে আসছে।
এরপর রবিবার (২৯ জুলাই) দুপুরে বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমকে মাহফুজুর রহমান সুজন আইটি ট্রেনিং সেন্টারে ডেকে নেয়। কথা-বার্তার এক পর্যায়ে ওই ছাত্রীকে আবারও ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার দিতে থাকে। এ সময় পাশের ঘরের ভাড়াটিয়া রনি আহমেদসহ অনেকে আগাইয়া আসে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে। পাশাপাশি তারা পবা থানায় জানালে থানা পুলিশ সুজনকে আটক করে।
এ ব্যাপারে ঘটনার বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করে পবা থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আসামী আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages