ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, লাইফ, ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কর্কট, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ১৮ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৯,১৮,২৭।
আপনার শুভ বর্ণ: সাদা ও লাল।
শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল।
শুভ রত্ন: রক্তপ্রবাল ও মুক্তা।
আপনার শুভ বর্ণ: সাদা ও লাল।
শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল।
শুভ রত্ন: রক্তপ্রবাল ও মুক্তা।
চন্দ্রের অবস্থান:
আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৬ষ্ঠী তিথি, রাত: ৮:২১ থেকে ৭মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল):
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে কোনো সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর ভুলের মাশুল গুনতে হতে পারে। চাকরিজীবীরা কোনো পদস্ত কর্মকর্তার বিরাগভাজন হতে পারেন। আজ আপনার হঠাৎ করে রেগে ওঠার কারণে শরীর কিছুটা দুর্বল থাকবে। গোপন শত্রুতার শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে):
বৃষ রাশির জাতক-জাতিকাদের সৃজনশীল পেশাজীবীদের কাজের চাপ বাড়তে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। অভিনয় ও নৃত্য শিল্পীদের নতুন কাজের যোগ। অনলাইনে পণ্য বিক্রেতাদের আজ ভালো আয় রোজগার হতে পারে। সন্তানের পড়াশোনা বা পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা করতে পারেন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। কোনো আত্মীয়র সহায়তায় চাকরি লাভের যোগ বলবান। যানবাহন চালকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুদের সহায়তায় সাময়িক কাজের সংস্থান হতে পারে। ভূমি ও এপার্টমেন্ট ক্রয় বিক্রয়ে লাভবান হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই):
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ছোট ভাই বোনের জন্য কেনাকাটার সম্ভাবনা। প্রকাশক ও সাংবাদিকদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। গৃহস্থালী কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের যোগ। যানবাহন ও আসবাবপত্র ক্রয় বিক্রয় শুভ।
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট):
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারি ব্যবসায় কিছু আয় উন্নতি হবার যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে বা আয়োজন করতে হবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ রয়েছে। বিকালের পর সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। আজ খুচরা বিক্রেতাদের ভালো আয় রোজগার হবার যোগ রয়েছে। ব্যবসা-বাণিজ্যে নতুন যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর):
তুলার জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল থাকবে। কর্মস্থলে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। রাজনৈতিক কাজে বাধা বিপত্তি দেখা দেবে। বিদেশ যাত্রার যোগাযোগ হবার সম্ভাবনা। আয় রোজগার বাড়তে পারে। আমদানি-রপ্তানি বাণিজ্যে লাভবান হবেন। প্রবাসীরা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর):
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। কর্মস্থলে বন্ধু বা সহকর্মীদের পূর্ণ সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। কোনো প্রভাবশালী বন্ধু বা বড় ভাই এর দ্বারা উপকৃত হবেন। রাত থেকে সময় কিছুটা ব্যয় বহুল হতে পারে। বিদেশ গমন বা প্রত্যাগমনের যোগ প্রবল।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর):
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। সরকারি কর্মচারীদের দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। বকেয়া টাকা আদায়ের সুযোগ বৃদ্ধি পাবে। স্ত্রীর কাছ থেকে কিছু অর্থ ধার করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি):
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। কোনো শিক্ষকের সহায়তায় ভাগ্য উন্নতি হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ বলবান। কর্মস্থলে কোনো ভালো সুযোগ পাবেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা করাতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি):
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। পুলিশী হয়রানি বা গ্রেফতার হতে পারেন। হঠাৎ কিছু টাকা ধার করতে হবে। বিকালে ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হবে। বিদেশ সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পিতার আশীর্বাদে সকল বাধা কেটে যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ):
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা-বাণিজ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আমদানি ও রপ্তানি বানিজ্যে আশানুরুপ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীক কাজে কোনো নতুন চুক্তি না করাই ভালো । সন্ধার পর থেকে সময় কিছুটা প্রতিকূল হতে পারে। আইনগত জটিলতায় ভুগতে পারেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment