ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
‘ভারত’-এ থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার জায়গায় এবার নতুন করে কে আসছেন? শুনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফই নাকি এবার সালমান খানের বিপরীতেই অভিনয় করবেন।
পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’-তেও দেখা যায় ক্যাটরিনা কাইফকে। সালমান খানের সঙ্গে জুটি বেঁধেই ‘টাইগার জিন্দা হ্যায়’-তে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। এবার আলি আব্বাস জাফরের ভারত সিনেমায় দেখা যাবে বলিউডের ‘বার্বি ডল’-কে। এবার ফের সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ‘ভাইজান’-এর প্রাক্তন বান্ধবী।
এ দিকে ক্যাটরিনার জন্যই নাকি সালমানের সঙ্গে ইউলিয়ার সম্পর্কে ভাটা পড়েছে। যদিও, ইউলিয়া বিষয়টি নিয়ে সব সময় চুপই থেকেছেন। বাবা সিদ্দিকির ইফতার পার্টি হোক কিংবা পুর্ণা প্যাটেলের বিয়ে, সব জায়গাতেই ক্যাটরিনাকে দেখে সেখান থেকে সরে যান ইউলিয়া।
এ দিকে ক্যাটরিনার জন্যই নাকি সালমানের সঙ্গে ইউলিয়ার সম্পর্কে ভাটা পড়েছে। যদিও, ইউলিয়া বিষয়টি নিয়ে সব সময় চুপই থেকেছেন। বাবা সিদ্দিকির ইফতার পার্টি হোক কিংবা পুর্ণা প্যাটেলের বিয়ে, সব জায়গাতেই ক্যাটরিনাকে দেখে সেখান থেকে সরে যান ইউলিয়া।
সালমনের প্রাক্তন এবং বর্তমান বান্ধবী এই মানসিক টানাপোড়েন কিন্তু কখনওই ক্যামেরার আড়ালে ঢাকা পড়েনি। উলটো, ক্যাটরিনাকে দেখে ইউলিয়া যে সরে গিয়েছেন, তা বার বার স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ক্যামেরার সামনে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment