ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, দিনাজপুর, ১৭ জুলাই ২০১৮ ইং, এ.এম রিপোর্ট:
দিনাজপুরের বীরগঞ্জে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে আব্দুল হাই নামে ছাগলের মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম- আব্দুল হাই (৬০)। তিনি বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের প্রতিবেশী জালাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুস সাত্তার (৪৮)।
বীরগঞ্জ থানার এস আই দুলাল জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে আব্দুল হাইয়ের তিনটি ছাগল বাড়ির পাশে মোফাজ্জল হোসেনের নার্সারিতে ঢুকে কয়েকটি চারা গাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় দুই পরিবারের মধ্যে ঘটনা ছড়িয়ে পড়ে। শুরু হয় হাতা হাতি।
এ সময় মোফাজ্জল হোসেন বাড়ি থেকে বটি নিয়ে এসে আব্দুল হাইয়ের পেটে কোপ দেয়। এতে ঘটনা স্থলেই আব্দুল হাই মারা যায়। এ সময় এলাকাবাসী মোফাজ্জল হোসেনকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। এলাকাবাসী মোফাজ্জল হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment