বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকা ও তার বাবাকে মারধর!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকা ও তার বাবাকে মারধর!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লক্ষ্মীপুর রিপোর্ট:

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলশিক্ষিকা ও তার বাবাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে।
শনিবার বিকেলে খাদিজা খানম নামের স্কুলশিক্ষিকা বিদ্যালয় থেকে ফেরার পথে সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
খাদিজা খানমকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় তার বাবাকেও মারধর করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খন্দকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খাদিজা খানমকে কয়েক বছর ধরে সাইদুর রহমান পরান উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি তিনি ওই শিক্ষককে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় পরান ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়।
শনিবার স্কুল থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসলে কয়েক সহযোগী নিয়ে পরান খাদিজার গতিরোধ করে তুলে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় বাবা সেকান্তর মিয়া মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত পরান পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলম নয়নের ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন বলেন, স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages