যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট ফের বাতিল-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট ফের বাতিল-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। হজ ফ্লাইটটি আজ রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল।
বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ একুশে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যাপ্ত হজ যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের (৩১ জুলাই) একটি হজ ফ্লাইট (বিজি ৩০৫৭ ডিপার্চার, রাত ১১টা ৩৫ মিনিটে নির্ধারিত ছিল) বাতিল করা হয়েছে। এই ফ্লাইটের যাত্রীদের অন্যান্য ফ্লাইটে সমন্বয় করে পাঠানো হচ্ছে।
এর আগে গেল ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সংকটের কারণে দুটি হজ ফ্লাইট বাতিল করেছিল। ফ্লাইট দুটি হলো বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫। গেল বছর যাত্রী সংকটের কারণে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছিল।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এদের মধ্যে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। আর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন। অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages