স্পিকারের সঙ্গে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের চেয়ারম্যানের সাক্ষাৎ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 17 July 2018

স্পিকারের সঙ্গে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের চেয়ারম্যানের সাক্ষাৎ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঢাকা ১৭ জুলাই ২০১৮ইং, পিএম রিপোর্ট:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ফৌজদারী আদালতের ভিকটিম ট্রাস্ট ফান্ডের বোর্ড চেয়ারম্যান মোটো নগুচি।
মঙ্গলবার (১৭ জুলাই) হোটেল সুইটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মোটো নগুচি আন্তর্জাতিক ফৌজদারী অপরাধের শিকার ব্যক্তিগণ এই ট্রাস্ট ফান্ডের আওতায় কিভাবে আইনি সহায়তা পেয়ে থাকে সেই প্রক্রিয়া অবহিত করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী অপরাধের শিকার ব্যক্তিবর্গের বিচার প্রাপ্তি নিশ্চিতকরণসহ নানাবিধ সহায়তা প্রদানে ট্রাস্ট ফান্ডের ভূমিকার প্রশংসা করেন এবং বোর্ড চেয়ারকে ধন্যবাদ জানান।
এর আগে স্পীকার ড. শিরীন চৌধুরী হেগ এ অবস্থিত পীস প্যালেস পরিদর্শন করেন। পীস প্যালেসে আন্তর্জাতিক সালিশ বিষয়ক স্থায়ী আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত। এ সময় সালিশ আদালতের সিনিয়র লিগ্যাল কাউন্সিল মি. গ্রাথ শোফিল্ড স্পীকারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শোফিল্ড সালিশ আদালতের প্রক্রিয়া সম্পর্কে স্পীকারকে অবহিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ এই আদালতেই ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তির রায় পেয়েছিল। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages