একুশে মিডিয়া ডেক্স:
জোতিষী অক্টোপাস পলের কথা মনে আছে? ২০১০ সালে যাকে নিয়ে তুমুল হৈচৈ হয়েছিল? সেমিফাইনাল, ফাইনালসহ ওই বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিল জার্মান অক্টোপাসটি। ২০১৪ বিশ্বকাপে অবশ্য আনুষ্ঠানিক কোনো ভবিতব্য নির্দেশক নির্ধারণ করা হয়নি। কিন্তু চলমান রাশিয়া বিশ্বকাপে ঠিকই গণকের ব্যবস্থা রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। তারা আনুষ্ঠানিকভাবে একটি বিড়ালকে নির্ধারণ করেছিল ভবিষ্যদ্বাণী করার জন্য। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র অ্যাকিলিসের নামে তার নাম, ‘অ্যাকিলিস দ্য ক্যাট’ ।
অ্যাকিলিস বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করছে। প্রায় সবকটি ম্যাচেই তার ভবিষ্যদ্বাণী মিলে যায়। আবার কিছু ম্যাচে এর ব্যত্যয়ও ঘটে। আজ ২ জুলাই, সোমবার ব্রাজিল বনাম মেক্সিকোর নকআউট পর্বের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অ্যাকিলিস।
ব্রাজিল-মেক্সিকো ম্যাচ শুরুর আগে নেইমারদের সুসংবাদই দিল জ্যোতিষী অ্যাকিলিস। এই ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল। একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিল ও মেক্সিকোর পতাকা দেওয়া একটি পাত্রের দুই স্থানে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। বিন্দুমাত্র অপেক্ষা না করে ব্রাজিলের পতাকা থাকা স্থান থেকে খাবার বেছে নিয়ে নেইমারদেরকে সম্ভাব্য জয়ী দল বলে জানিয়েছে ওই বিড়াল। যদিও সাদা রঙের বিড়ালটা বধির। তবে এই গণক বিড়ালই বলে কে হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
একই সঙ্গে নির্দিষ্ট দিনের ম্যাচে জিতবে কোন দল? গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপেও ভবিষ্যদ্বাণী করেছিল এই বিড়ালটি। সেখানে চার ম্যাচের মধ্যে তিনটিতেই নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল বিড়ালটি। নীল চোখের এই বিড়ালটি খাদ্য ভর্তি দুটি পাত্র থেকে একটিকে বেছে নেয়। পাত্র দুটিতে প্রতিদ্বন্দ্বী দুটি দেশের নাম ও পতাকা থাকে। এ ছাড়া জ্যোতিষী বিড়াল অ্যাকিলিসকে দেওয়া হয়েছে একটি ফান আইডি, পাসপোর্ট। এতে করে যেকোনো স্টেডিয়ামে অবাধ বিচরণ করতে পারে সে।
No comments:
Post a Comment