আর্জেন্টিনার ম্যাচের আগে গুম করা হয়েছিলো নাইজেরিয়া অধিনায়কের বাবাকে!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

  

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 July 2018

demo-image

আর্জেন্টিনার ম্যাচের আগে গুম করা হয়েছিলো নাইজেরিয়া অধিনায়কের বাবাকে!-একুশে মিডিয়া

fWcuPz_1530637132

একুশে মিডিয়া ডেক্স:

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বাবাকে গুম করা হয়েছিলো বলে জানা গেছে।
ওবি মিকেল বলছেন, তাকে ফোন করে কে বা কারা হুমকি দেয়। বলা হয়, ‘গুমের বিষয়টি কাউকে বললে তার বাবাকে মেরে ফেলা হবে।’ দলের কথা চিন্তা করে এবং বাবার নিরাপত্তার কথা বিবেচনা করে ওবি বিষয়টি গোপন করেন। কোচ কিংবা কোনো সতীর্থকেও বিষয়টি জানাননি তিনি।
মিকেল বলেন, ‘ভেঙে পড়েছিলাম। বাবা যখন বন্দী, তখন আমি মাঠে। খেলব কি খেলবো না বুঝতে পারছিলাম না। পরে দেশের কথা চিন্তা করে মাঠে নামি। ভাগ্য ভালো বাবা মুক্তি পেয়েছেন। আমাকে বলা হয়েছিল কাউকে বললে বাবাকে গুলি করা হবে। তাই কারো সঙ্গে আলোচনা করিনি।’
এএফপি জানিয়েছে, এর আগে ২০১১ সালে ওবির বাবা একবার গুম হয়েছিলেন। বর্তমানে ওবির বাবা মুক্তি পেলেও হাসপাতালে ভর্তি আছেন। গুমের পরে তাকে মারধর করা হয়। চেলসির সাবেক এই খেলোয়াড় তার বাবাকে মুক্ত করতে ২১ হাজার ইউএস ডলার খরচ করেন।
bd+Ekushey+News+media


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages

Contact Form

Name

Email *

Message *