একুশে মিডিয়া:
দৈনিক সমকালের সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও চিকিৎসাব্যবস্থায় অরাজকতা বন্ধের দাবিতে পটিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই, বুধবার বিকেলে পটিয়া সদরের পোস্ট অফিস চত্বরে এ সমাবেশ করেন পটিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতে কিছু অসাধু চিকিৎসক ও নেতা উঠেপড়ে লেগেছেন। তাদের এ ষড়যন্ত্র সচেতন সমাজ মেনে নেবে না। প্রতিহত করে এর সমুচিত জবাব দেবে।
বক্তারা আরও বলেন, ঘটনার আড়ালে চলে গেছে অনেক মৃত্যুর ঘটনা। যেগুলোর কোনো বিচার হয়নি। এ অবস্থা চলতে থাকলে চিকিৎসাসেবার মতো মহান এই পেশা থেকে আস্থা হারিয়ে ফেলবেন সাধারণ মানুষ।
ম্যাক্স হাসপাতালের লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা হাসপাতাল চালাচ্ছে। কার ইশারায় তারা এতদিন সেবা দিচ্ছে? রাইফা হত্যার বিচার ও ম্যাক্স হাসপাতাল বন্ধ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের মফস্বল সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে না।
পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকীর সভাপতিত্বে ও দৈনিক সমকাল সাংবাদিক আহমদ উল্লাহর পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়াসহ আরো অনেকে। সূত্র: প্রিয় কম।
No comments:
Post a Comment