গরু জবাই হলেই গণপিটুনি!: আরএসএস নেতা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 July 2018

গরু জবাই হলেই গণপিটুনি!: আরএসএস নেতা-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
গরু জবাই হলেই গণপিটুনি চলবে বলে মন্তব্য করলেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার।
সোমবার (২৩ জুলাই) রাঁচিতে হিন্দু জাগরণ মঞ্চের কার্যালয় উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি।
ইন্দ্রেশ কুমার বলেন, এমন কোনও ধর্ম দেখান যেখানে গোহত্যার অনুমতি দেয়। যীশু গোশালায় জন্মান। তাই গরুকে গোমাতা বলা হয়। মক্কা ও মদিনায় গোহত্যা করা যায় না।
তিনি আরও বলেন, দুনিয়া থেকে এই পাপ দূর করার শপথ কি আমরা নিতে পারি না? পৃথিবী থেকে এই পাপ যদি দূর হয়ে যায়, তবে গণপিটুনিও বন্ধ হয়ে যাবে।
এদিকে সিনিয়র বিজেপি নেতা বিনয় কাটিয়ার বলেন, অলওয়ারে গণপিটুনির ঘটনাটি নিন্দনীয়। কিন্তু মুসলমানদের উচিত গোহত্যা থেকে বিরত থাকা এবং হিন্দুদেরকে উত্তেজিত না করা।
তিনি বলেন, অনেক মুসলমান গরু পালন করে কিন্তু গোহত্যাও করে। অনেকে গোমাংসও খায়।
তিনি আরও বলেন, গণপিটুনির জন্য কোনও আইনের দরকার নেই। বিরোধী দলগুলো চলমান লোকসভা অধিবেশন ব্যাহত করার একটা নতুন ইস্যু খুঁজে পেয়েছে।
এদিকে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, গোহত্যা বন্ধ হলেই গণপিটুনি বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে অলওয়ারে গরু পাচারকারী সন্দেহে আকরাম খান নামের এক ২৮ বছরের তরুণকে বেধড়ক পেটায় কিছু লোক। খবর পেয়ে পুলিশ আহত আকরামকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages