ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, রিপোর্ট:
বিরল রোগে আক্রান্ত নাদিয়া ইসরাত মীমের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তার মা-বাবা। গত পাঁচ বছর ধরে মীম রক্তনালী টিউমার রোগে ভুগছেন।
মীমের মা পারভীন আক্তার বলেন, প্রথমে মীম তার বাম পায়ে ব্যথা অনুভব করেন। তখন থেকে আমরা ডাক্তার দেখিয়ে আসছি। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। কিন্তু কয়েক বছর চিকিৎসা করানোর পর ডাক্তার কিছুদিন আগে সেই রোগটি চিহিৃত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, অর্থোপেডিক, ও ভাস্কুলার সার্জারী বিভাগসহ হাসপাতালে এমন কোনো বিভাগ নেই তার চিকিৎসা হয়নি। তার চিকিৎসা করতে গিয়ে পরিবারের এক মাত্র সম্বল জমিটিও বিক্রি করে দিয়েছেন। গত পাঁচ বছর ধরে প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ব্যয় করেছেন পিতা আবু হাসনাত মোল্লা।
বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। টাকার অভাবে এলোপ্যাথি চিকিৎসা ছেড়ে হোমিও প্যাথি চিকিৎসা করানো হচ্ছে।
মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নাদিয়া ইসরাত মীম বাঁচতে চায়। মীম তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। এছাড়া সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment