বাঁশখালীতে আইনি সচেতনতায় এ্যামবিশনের ২য় কলেজ ক্যাম্পেইন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 July 2018

বাঁশখালীতে আইনি সচেতনতায় এ্যামবিশনের ২য় কলেজ ক্যাম্পেইন-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
‘এসো আইন জানি, আইন মানি অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন এ্যামবিশনের কলেজ ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড অাজকে শেষ হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আলাওল কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ প্রফেসর ইদ্রিস রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীদের মাঝে আইনি সচেতনতা ও উচ্চশিক্ষা বিষয়ক ক্যাম্পেইনের মধ্য দিয়ে এ্যামবিশনের কলেজ ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, আমরা অনেক সময় অনলাইন হ্যারেজমেন্টরে শিকার হই। কিংবা মাদকের ধ্বংসাত্বক আক্রমণের শিকার হচ্ছে আমাদের সমাজ। প্রতিনিয়ত যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছে আমাদের সমাজের অনেকে ।
বক্তারা দেনমোহর ও যৌতুকের বিভিন্ন দিক, সমস্যা, এই সম্পর্কিত আইন ও তার প্রতিকার নিয়ে কথা বলেন। এছাড়া, উচ্চ মাধ্যমিক পাশ করা গ্রামীণ শিক্ষার্থীরা যখন উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে শহরের পথে পা বাড়ায় তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। শহরের উন্নতমানের কলেজগুলোর শিক্ষার্থীদের সাথে পাল্লা দিতে কষ্ট হয়ে যায় গ্রামীণ ছেলেমেয়েদের। তাই গ্রামীণ শিক্ষার্থীরা যেন শহরের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে না থাকে, তার জন্য করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন বক্তারা।
একইদিনে এ্যামবিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় জলদীর হোসাইনীয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে। সেখানেও প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
ক্যাম্পেইনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হেলাল উদ্দিন, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নেজাম উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষার্থী নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages